টমেটো উৎপাদনে দেশব্যাপী সুখ্যাতি রয়েছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার। টমেটোর মৌসুমে অন্তত কয়েকশো কোটি টাকার বাণিজ্য হয় গোদাগাড়ীতে। আবহাওয়া অনুকূলে থাকায় এবারও এ উপজেলায় ব্যাপক হারে টমেটোর ফলন হয়েছে।
প্রায় দুই দশক ধরে এই উপজেলায় টমেটো চাষ হচ্ছে। প্রতি মৌসুমেই বিপুল পরিমাণ টমেটো উৎপন্ন হয় এখানে। দাম ভালো থাকায় এবারও লাভের মুখ দেখছেন কৃষকরা।
উপজেলার কয়েক হাজার চাষি শুধু টমেটো চাষ করেই স্বাবলম্বী হয়েছেন।
চলতি মৌসুমে টমেটোর আশানুরূপ ফলন হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। স্থানীয় চাহিদা মিটিয়ে টমেটো ছড়িয়ে পড়ছে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।
আরও পড়ুন: লাল বাঁধাকপি চাষ: বদলে দিয়েছে কৃষক বেলালের ভাগ্য